শেখ হাসিনা মেডিকেল কলেজ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পার-১ অধিশাখা, বাংলাদেশ সচিবালয় , ঢাকা এর স্মারক নং- ৪৫.০১.০০০০.১৪০.১১.০০১.২০.৬২০ তারিখ ২৩/১১/২০২০ খ্রি: এবং স্মারক নং ৪৫.০০.০০০০.১৪০.১১.০০৪.২২-২৩৯৩ তারিখ – ১৯/১২/২০২২ইং মোতাবেক ছাড়পত্র প্রাপ্ত্র প্রাপ্ত শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইলের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্ন লিখিত শিক্ষগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নব সৃষ্ট সরাসরি নিয়োগযোগ্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড ১১-১৬ (৩য় শ্রেণী) নিম্নবর্ণিত পদ সমূহে নিয়োগের জন্য http://shmcht.teletalk.com.bd এই ওয়েবসাইট ও অনলাইনে আবেগন গ্রহন করা যাচ্ছে । সরাসরি আবেদন কোনক্রমেই গ্রহনযোগ্য নয়।
শেখ হাসিনা মেডিকেল কলেজ , টাঙ্গাইল এ ০৮ টি পদে নিয়োগ দিবে। উক্ত পদে নারী -পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিচে বিস্তারিত দেওয়া হল।
নিয়োগকৃত পদ সমূহ :
১। পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব)
পদ সংখ্যা : ০৪টি
শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল : ১২,৫০০-৩০২৩০টাকা
২। পদের নাম : মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল)
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা :সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
বেতন স্কেল :১২,৫০০-৩০২৩০টাকা
৩।পদের নাম : সাঁট – লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ৫০ ও ৮০ , কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০
বেতন স্কেল : ১১,০০০-২৬৫৯০টাকা
৪। পদের নাম : সাঁট – লিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা :স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ৪৫ ও ৭০ , কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজীতে যথাক্রমে ২৫ ও ৩০
বেতন স্কেল :১০২০০-২৪৬৮০টাকা
৫। পদের নাম : ইনস্ট্রমেন্ট কেয়ার টেকার
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ।
বেতন স্কেল :৯৩০০-২২৪৯০টাকা
৬। পদের নাম : ক্যাশিয়ার
পদ সংখ্যা : ০১টি
শিক্ষাগত যোগ্যতা : বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ।
বেতন স্কেল :৯৩০০-২২৪৯০টাকা
৭।পদের নাম : লিলেন কিপার
পদ সংখ্যা : ০৩টি
শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ।
বেতন স্কেল : ৯৩০০-২২৪৯০টাকা
আবেদনের সময় শুরু : ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখ সকাল ১০:০০ থেকে আবেদন করা যাবে।
আবেদনের সময় শেষ : ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ইং তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনের প্রক্রিয়া : আবেদন করতে অনলাইনে http://shmcht.teletalk.com.bd ওয়েরসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন….
https://mhjobcircular.com/



শেখ হাসিনা মেডিকেল কলেজ , টাঙ্গাইল