সেনাবাহিনীতে চাকরি ৮১তম ডিএসএসসি (এ এমসি) পুরুষ/মহিলা পদে নিয়োগের জন্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
আবেদনের সময় শুরু : ২৭ জানুয়ারি ২০২৩ ইং তারিখ।
আবেদনের সময় শেষ : ২৫ ফেব্রুয়ারী ২০২৩ইং তারিখ।
সেনাবাহিনীতে চাকরি আবেদনের যোগ্যতা:
বয়স: প্রার্থীদের বয়স ০১ জুলাই ২০২৩ তারিখ অনূর্ধ্ব ২৮ বছর।
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৩ মিটার ( ৫ফুট ৪ ইঞ্চি) ওজন ৫৭ কেজি (১২৬ পাউন্ড) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) , প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে।
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৫ মিটার ( ৫ফুট ১ ইঞ্চি) ওজন ৪৯ কেজি (১০৯ পাউন্ড) বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) , প্রসারণ অবস্থায় ০.৭১ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রী
জাতীয়াতা : প্রার্থীদের জন্ম সূত্রে বাংলাদেশী হতে হবে।
বৈবাহিক অবস্থা :
পুরুষ: অবিবাহিত
মহিলা: বিবাহিত/অবিবাহিত
সেনাবাহিনীতে চাকরি আবেদন করার পদ্ধতি:
সেনাবাহিনীতে চাকরি প্রার্থীরা https://joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারী প্রার্থীরা teletalk SMS, VISA , MASTER CARD, TRUST BANK, MOBILE MONEY, BKASH, ROCKET এর মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি বাবদ জমা দিতে পারবেন। আবেদন ফি জমা দেওয়ার পর তাৎক্ষণিক ভাবে লিখিত পরীক্ষার কল-আপ লেটার পাওয়া যাবে।
আবেদন ফি : ১০০০/- (এক হাজার) টাকা (অফেরতযোগ্য)
আবেদনের প্রক্রিয়া : আবেদন করতে অনলাইনে https://joinbangladesharmy.army.mil.bd ওয়েরসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেখুন….
